হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানী সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ তাঁর শোকবার্তায় বলেছেন, সম্মানিত আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় নেতা, মহামান্য পোপ ফ্রান্সিসের মৃত্যু গভীর দুঃখের ঘটনা। তিনি লিখেছেন, পোপ ফ্রান্সিস শান্তির প্রচারক এবং একত্ববাদ প্রচারকারী ব্যক্তিত্ব ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি একত্ববাদী ও ঈশ্বরভক্তদের বিশেষভাবে ঐক্য ও দয়ার পথে আহ্বানের নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। শোকবার্তায় উল্লেখ করা হয়েছে, পোপ ফ্রান্সিস শান্তির অন্যতম কণ্ঠস্বর ছিলেন, যার সংস্কারমূলক ও মানবতাবাদী উদ্যোগসমূহ ঈশ্বরভক্তির প্রসার, ধর্মসমূহের মধ্যে সংলাপ, সহিংসতা ও যুদ্ধমুক্ত বিশ্ব গঠন এবং নির্যাতিতদের পক্ষে সমর্থন নিবেদিত ছিল। এর মধ্যে আগ্রাসী সায়নবাদীদের হাতে গাজার নিরস্ত্র জনগণের হত্যাকাণ্ডের নিন্দায় তাঁর স্পষ্ট ও সাহসী অবস্থান এবং সমালোচনা অন্তর্ভুক্ত রয়েছে। গাজার শিশু ও নিরীহ মানুষের অধিকারের জন্য কণ্ঠ তুলে তিনি ন্যায়কামী মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
ইরানী সংসদের স্পিকার তাঁর বার্তায় আরও বলেন, আমি নিজের পক্ষ থেকে এবং সংসদ সদস্যদের পক্ষ থেকে ভ্যাটিকান কর্তৃপক্ষ, ক্যাথলিক গির্জার সকল অনুসারী ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি। আমি আল্লাহ্ তাআলার নিকট এই মহান ও সম্মানিত ব্যক্তিত্বের আত্মার মাগফিরাত ও পরকালীন চিরশান্তি কামনা করছি।
আপনার কমেন্ট